পিসিকে দিন রকেটের গতি Ausologics Boost Speed দিয়ে ।

আমরা সবাই কম্পিউটার ব্যবহার করি।খুব কম মানুষই আছে যারা কম্পিউটার ব্যবহার করে না।

আর আমাদেরকে এই কম্পু ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আর দ্রুত কাজ করার জন্য দরকার দ্রুত গতির পিসি। পিসি যদি Slow গতির যে কোন কাজ করতেই অনেক সময় নষ্ট হয়।
আমরা বিভিন্ন উপায়ে আমাদের কম্পু/লেপি কে দ্রুত গতির করে থাকি। আজকাল অনেক সফটওয়্যর বের হয়েছে যা Utilities নামে পরিচিত।

ঠিক তেমনি ১টি সফটওয়্যর আমি আপনাদের জন্য নিয়ে এলাম।
সফটওয়্যর টির নাম Ausologics Boost Speed


এই সফটওয়্যর টি আমার ব্যবহার করা সেরা Utilities। আমার কাছে এর Interface অনেক ভালো লেগেছে।অন্যান্য Utilities এর থেকে এটি কম্পু অনেক ফাস্ট করে। এর সাইজ ও কম।

চলুন Ausologics Boost Speed এর কিছু বিশেষ বৈশিষ্ট দেখে নিইঃ  
  1. এই সফটওয়্যর টির মাধ্যমে আপনার কম্পুর অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ডিলিট করতে পারবেন।
  2. স্ক্যান সুবিধার মাধ্যমে ফুল পিসি স্ক্যান করতে পারবেন।
  3. ডুপ্লিকেট ফাইল, Fregmented ফাইল ডিলিট করতে পারবেন।
  4. CPU Otimization,Memory Optimization এর মাধ্যমে পিসি কে দ্রুত গতির করতে পারবেন।
  5. Startup কন্ট্রোল এর মাধ্যমে অবাঞ্চিত চালু হওয়া অ্যাপস বন্ধ করতে পারবেন।
  6. Internet Optimization-এর মাধ্যমে আপনার নেটে কোন ত্রুটি থাকলে তা ঠিক করতে পারবেন।
  7. Restore Point তৈরি করে রাখতে পারবেন।
  8. এছাড়া রয়েছে আরও অনেক অসাধারন বৈশিষ্ট।

ডাউনলোডের আগে কিছু স্কিনশট দেখে নিনঃ







এবার ডাউনলোড করার পালা। আগেই বলেছি এর সাইজ তেম্ন বেশি নয়।
হ্যা তবে এটি পেইড Verson, কিন্তু আমি আপনাদেরকে দিমু ফুল Verson-ই।

ডাইরেক্ট সেটাপ ফাইল ডাউনলোড করুন এখান থেকে অথবা এখান থেকে
এবার Crack ফাইল ডাউনলোড করুন এখান থেকে অথবা এখান থেকে 

তেমন কোন ঝামেলা নেই। Zip ফাইলের ভিতর Crack ফাইল আছে। ওইটা দিয়ে ক্র্যাক করে ফেলুন আর ব্যবহার করতে থাকুন।

এরপরও যদি কোন সমস্যা হ্য,তাহলে কমেন্টে জানান।
আজ তাহলে এখানেই শেষ ক্রছি।সবাই ভালো থাকবেন

Share this article :

+ মন্তব্য(গুলি) + 1 মন্তব্য(গুলি)

৫ অক্টোবর, ২০১৬ এ ৩:১৫ AM

ডাউনলোড হচছে না

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি