কেমন আছেন সবাই।আশা করি ভালো আছেন।
সামনে আমার এডমিসন পরিক্ষা,তাই পড়া নিয়া একটু ব্যস্ত আছি। তাই নিয়মিত ব্লগে পোস্ট করা হয় না।
আচ্চা,এবার কাজের কথায় আসি।
আজ আমি আপনদের কে যে সফটওয়্যর টি দিব,সেটি যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য খুবই দরকারি,বিশেষ করে PC ইউসার দের জন্য।
সফটওয়্যর টির নাম হচ্ছে ডিউ নেট স্পিড মিটার(DU Meter)
চলুন এর কিছু Feature দেখে নিইঃ
এছাড়া সফটওয়্যর টির আরও অনেক বৈশিষ্ট রয়েছে।সামনে আমার এডমিসন পরিক্ষা,তাই পড়া নিয়া একটু ব্যস্ত আছি। তাই নিয়মিত ব্লগে পোস্ট করা হয় না।
আচ্চা,এবার কাজের কথায় আসি।
আজ আমি আপনদের কে যে সফটওয়্যর টি দিব,সেটি যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য খুবই দরকারি,বিশেষ করে PC ইউসার দের জন্য।
সফটওয়্যর টির নাম হচ্ছে ডিউ নেট স্পিড মিটার(DU Meter)
চলুন এর কিছু Feature দেখে নিইঃ
- এর মাধ্যমে আপনি আপনার নেট এর স্পিড কতটুকু তা দেখতে পারবেন।
- কোন দিকে আপনের ডাটা ব্যবহার হচ্ছে তা জানতে পারবেন।
- এর মাধ্যমে আপনি আপনার Local Address ও Port কত তা দেখতে পারবেন।
- আপনি ডেইলি এবং মাসে কতটুকু ডাটা ব্যবহার করেছেন তা জানতে পারবেন।
- যে কোন Windows User-ই ব্যবহার করতে পারবে।
এবার চলুন কিছু স্কিনশট দেখা যাকঃ
এবার ডাউনলোডের পালাঃ
ও আচ্ছা এই সফটওয়্যরটি পেইড Verson। কি ভয় পেলেন নাকি।
না, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাদের কে এর Full Verson-ই দিবো।
একটিভেট করতে তেমন কোন ঝামেলা করতে হবে না।
Zip ফাইলের ভীতর Crack এবং কিজেন দেওয়া আছে। আর কিভাবে এক্টিভ করবেন তা txt. ফরমেটে দেওয়া আছে। দেখে এক্টিভ করে ফেলুন।
আর কি,ফ্রিতে চালাতে থাকুন পেইড Verson-এর নেট স্পিড মিটার।
একটি মন্তব্য পোস্ট করুন