আপনি জানেন তো ? আজই আসছে আইফোন ৬

কেমন আছেন আপনেরা সবাই?

এখন আমি যে বিষয় আপনদের সামনে তুলে ধরবো তা আর কিছি নয়।
বহু প্রতীক্ষিত Iphone 6



বতমান বিশ্বে অনেক মোবাইল কোম্পানির মধ্য Apple একটি অন্যতম কোম্পানি। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আর এই জনপ্রিয়তা টিকিয়ে রাখতেই Apple ভিবিন্ন ISO,IPHONE.IPOD,IPAD,LAPTOP ইত্যাদি পণ্য রিলিজ করেছিল।


আর এই ধারাকেই বজায় রাখতে Apple আবারও তাদের নতুন Device রিলিজ করতে যাচ্ছে।
তাদের নতুন Device-টির নাম হচ্ছে IPHONE 6 .


বহু প্রতিক্ষিত IPHONE 6 নিয়ে অনেক দিন ধরেই অনেক জল্পনা কল্পনা হচ্ছিল অনেকের মধ্যই।
নতুন আইফোন ঘিরে অনেক জল্পনা-কল্পনার অবসান হতে পারে আজ। অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রীত আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৬’-এর ঘোষণা হতে পারে আজ ৯ সেপ্টেম্বর। খবর রয়টার্সের।

গত আগস্টেই আজকের তারিখে একটি অনুষ্ঠানের জন্য বিভিন্ন মিডিয়াকে ‘বিশেষ অনুষ্ঠানে’ আমন্ত্রণ জানিয়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপারটিনো শহরে ৯ সেপ্টেম্বরের এই অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণপত্রে অ্যাপল লিখেছিল, ‘আমরা যদি আরও বেশি জানাতে পারতাম।’

দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুজব রয়েছে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত দুটি মডেলের আইফোন আনবে অ্যাপল। তবে, অ্যাপল বরাবরই চমক দিতে পছন্দ করে। তাই এবারও অ্যাপলের চমকের জন্য অপেক্ষা করতেই হচ্ছে কিছুক্ষণ।

প্রতি বছরের সেপ্টেম্বর মাসকেই বিশেষ পণ্য উন্মোচনের জন্য বেছে নেয় অ্যাপল। বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের ব্যবসার অর্ধেকই আইফোন-নির্ভর। বর্তমানে আইপ্যাড ট্যাবলেটের জনপ্রিয়তা কমলেও আইফোন এখনও জনপ্রিয়।



অ্যাপলের কর্মকর্তারা বলছেন, এক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যটি এবার হাজির করবে অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, উন্নত ডিসপ্লে, নতুন সফটওয়্যার আর নতুন নতুন ফিচারে ঠাসা থাকবে নতুন আইফোন।

যারা যারা IPhone 6 এর জন্য অপেক্ষা করেছিলেন তাদের অপেক্ষার দিন শেষ।

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি