দেখে নিন,কিভাবে windows 8/8.1 পিসি কে বাংলায় পরিবর্তন করবেন।

সালাম সবাইকে, আশা করি ভাল আছেন।

আজকে আমি দেখাবো কিভাবে আপনার  উইন্ডোজ পিসিতে বাংলা ভাষা ইন্সটল করা যায়।
এই টিউনটা শুধুমাত্র নুতনদের জন্য, অভিজ্ঞরা ক্ষমা করবেন।

চলুন শুরু করা যাক…

নীচের ছবিতে পিসিটির  প্রাথমিক ভাষা হচ্ছে ইংলিশ, আমরা মেশিন লেঙ্গুয়েস হিসাবে বাংলা ইন্সটল করবো।




 প্রথমে Control Panel থেকে Language এ যান।>>Control Panel\All Control Panel Items\Language

 2. Add a language এ ক্লিক করুন

 3.বাংলা সিলেক্ট করুন



 4.এখন ,আপনার দেশ  অনুযায়ী বাংলা(বাংলাদেশ)  অথবা বাংলা(ভারত) যেকোনো একটা সিলেক্ট করে add এ  ক্লিক করুন।



 5.এখন পিসির নেট চালু করুন।checking availability  আসবে।



 6.এখন  download and install language pack এ ক্লিক করেডাউনলোড করুন।



 7.সাইজ বেশি না মাত্র ২.৭ এমবি



 8.ডাউনলোড  শেষে ইন্সটল হবে।





9.এখন ইন্সটলকৃত বাংলা  ল্যাঙ্গুয়েজ এ  open করে “make this the primary language”
ক্লিক করুন।




 10.“log off now” এ ক্লিক করে আবার  আপনার  পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।





  • ব্যাস, এবার আপনার পিসি পরিচালনা করুন বাংলায়
  • আপনি চাইলে  সোজাসুজি  নেট থেকে এই প্যাকেজ গুলি ডাউনলোড  করে এই কাজটি করতে পারেন।
এখান থেকে ডাউনলোড করুন

 -------------------------------------------------------------------------------------------------------

ডাউনলোড করে ইন্সটল শেষে, 9 নং স্টেপ থেকে শুরু করবেন।

আশা করি আপনি সফল ভাবে  উইন্ডোজ এ বাংলা ভাষা ইন্সটল করতে পারবেন।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি