Whatsapp এ যেভাবে যে কোন ফাইল শেয়ার বা আপলোড করবেন

Whatsapp একটা জনপ্রিয় ম্যাসেঞ্জার। গ্রামীনফোন (bondhu package) এবং বাংলালিঙ্ক (play package) এ ফ্রী করে দেওয়ার পর থেকে বাংলাদেশে whatsapp আগের চেয়ে অনেক বেশী জনপ্রিয় হয়ে গেছে। Whatsapp এ টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, পিকচার এবং ভিডিও (১৬ এম, বি পর্যন্ত) শেয়ার করা যায়।

কিন্তু ১৬ এম, বি এর বেশি কোন ফাইল কিংবা টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ, পিকচার এবং ভিডিও ব্যাতিত কিছু স্বাভাবিকভাবে শেয়ার করা যায় না। কিন্তু আমরা ইচ্ছা করলেই যে কোন ফাইল (apk,pdf, exe etc) Whatsapp এর মাধ্যমে শেয়ার করতে পারি। আর এ ক্ষেত্রে আমরা যে কোন সাইজের ফাইল শেয়ার করতে পারব!

whatsapp এ যেভাবে যে কোন ফাইল শেয়ার বা আপলোড করবেন………

১। প্রথমে এখান থেকে  থেকে whatsapp file sender pro টা ডাউনলোড করে install করে নিন।

২। আপনি যে app বা game বা যে কোন ফাইল শেয়ার করতে চান সেটা File manager open করে নির্বাচন করুন।

৩। কাঙ্খিত apps টি bold করুন। এবার share এ click করে whats app file sender pro select করুন।



৪।একটু অপেক্ষা করার পর ২টি option আসবে।
1.others app এবং 2.whatsapp


৫। আপনি whatsapp select করবেন।
৬।select এর পর whatsapp এর সকল গ্রুপ এবং contact নাম্বার এর show করবে। আপনি যে গ্রুপে or Contact এর সাথে শেয়ার করতে চান সেটি
select করে yes press করলে অপলোড শুরু হয়ে যাবে।




 *এবার কিভাবে decode বা decompress করবেন…………

১। whats apps এ কোন apps বা game শেয়ার করলে এক বা একিধিক mp3 আকারে show করে। (কাঙ্খিত ফাইলটি ১৬ এম,বি এর বেশি হলে একাধিক mp3 আকারে show করবে)।

২। whatsapp থেকে অপনার কঙ্খিত apps টি download করে নিন। অর্থাৎ apps টি যে mp3 আকারে show করবে ওই mp3 টা download
করে নিন।
৩। whatsapp file sender pro open করুন। এখন যে page দেখতে পাবেন ওইটার বাম দিকে slide করে decode page এ নিয়ে
যান।
৪। এখানে আপনাকে path select করতে হবে। তার জন্য decode page উপরে ডানপাশে কোনায় একটি ছোট box দেখতে পাবেন। box টিতে click করুন।
৫। box এ click করার পর অপনার download কৃত mp3 গুলি show করবে।
৬। যে mp3 টি আপনি decode করতে চান ওইটা select করুন। select এর পর File manager page open হবে।
৭। এখান থেকে folder select করলে mp3 টি decode বা decompress শুরু হয়ে যাবে।
৮। আপনি যে folder select করেছেন File Manager এ ওই Folder এ আপনার কাঙ্খিত মূল ফাইলটি পেয়ে যাবেন।

একাধিক ফাইল যেভাবে decode করবেন…………

১। whats apps এ ১৬ mb এর বড় apps বা game বা যে কোন ফাইল হলে সেটা একাধিক ফাইল বা mp3 হয়ে যায়।
২। মনে করুন একটা game ৩টা mp3 হল। এখন game টি decode করার জন্য অাপনাকে ৩টা mp3 ই download করতে হবে। কোনটি বাদ গেলে হবে না।
৩। এখন whats apps file sender pro এ path select করার পর অপনার download করা ফাইলটির এর ৩টা mp3 show করবে।
৪। ঐ ৩টা mp3 একই ফোল্ডারে ডিকোড করুন তাহলে আপনি মূল ফাইলটি উক্ত ফোল্ডারে পেয়ে যাবেন।

কোন সমস্যা হলে Commants এ জানান।

ধন্যবাদ


Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি