এবার মেমোরি কার্ড থেকে রিকভার করুন হারিয়ে যাওয়া তথ্যগুলো

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও টেকস্পট এ স্বাগতম।

আজ আপনাদের জন্য একটি ছোট্ট সফটওয়্যার নিয়ে এসেছি। এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মেমোরি কার্ডের সকল হারিয়ে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন খুব সহজেই। 

তাহলে শুরু করি…

 সফটওয়্যারটির নাম CardRecovery™. সফটওয়্যারটি আপনার ফরম্যাট, হারিয়া যাওয়া ডাটা, নষ্ট হওয়া ফাইলগুলো রিকভার করে ফেলবে মেমোরি কার্ড থেকে নিমিষেই। সফটওয়্যারটি সকল ধরনের মেমোরি কার্ড সাপোর্ট করে। যেমনঃ SD (Secure Digital) Card, CF (Compact Flash) Card, xD Picture Card, Memory Stick, SmartMedia Card, MMC (MultiMediaCard), MicroSD, MiniSD, SDHC এবং আরও আরও।
এবার সফটওয়্যারটির কিছু ফিচার বা বৈশিষ্ট্য দেখে নিন।


CardRecovery™ এর বৈশিষ্ট্যঃ


  • মেমোরি কার্ড থেকে ডিলেট, নষ্ট, ফরম্যাট হওয়ার ফলে হারিয়ে যাওয়া ছবি, মুভিসহ যে কোন ডাটা রিকভার করতে পারবেন।
  • যে কোন ফ্ল্যাস ড্রাইভ থেকেও রিকভার করতে পারবেন ডাটা।
  • মোবাইল ফোন থেকে ডিলেট হওয়ার ছবি ও মুভিও রিকভার করতে পারবেন।

যেগুলো সাপোর্ট করবেঃ


  • Secure Digital card, SD card, SDHC, miniSD, MicroSD (TransFlash) card recovery
  • Compact Flash card, CF Type I, Type II, MicroDrive, CF card recovery
  • Memory Stick, Memory Stick Pro, Duo, Pro-HG, XC, Micro(M2) recovery
  • MultiMedia card, MMC card recovery
  • SmartMedia, flash card recovery
  • xD Picture card recovery
  • Cellular phone, mobile phone memory card এবং digital media recovery
  • USB flash drive digital image recovery

রিকভার করার জন্য যে ছবি / মুভি সাপোর্ট করবেঃ


সব ধরনের ছবি / মুভিই সাপোর্ট করবে। তবুও কিছু দিলাম
  • কমন ছবির ফরম্যাটঃ JPG JPEG TIF
  • কমন মুভির ফরম্যাটঃ AVI MPG MOV MPEG ASF MP4 3GP MTS
  • কমন অডিও ফরম্যাটঃ MP3 WAV
  • RAW Image ফরম্যাটঃ Nikon NEF, Canon CRW ও CR2, Kodak DCR, Konica Minolta MRW, Fuji RAF, Sigma X3F, Sony SRF, Samsung DNG, Pentax PEF, Olympus ORF, Leica DNG, Panasonic RAW এবং আরও আরও।

যে ক্যামেরাগুলো সাপোর্ট করবেঃ


  • Nikon, Canon, Kodak, FujiFilm, Casio, Olympus, Sony, SamSung, Panasonic
  • Fuji, Konica-Minolta, HP, Agfa, NEC, Imation, Sanyo, Epson, IBM, Goldstar
  • LG, SHARP, Lexar, Mitsubishi, Kyocera, JVC, Leica, Phillips, Toshiba, SanDisk
  • Chinon, Ricoh, Hitachi, Pentax, Kinon, Verbatim, Vivitar, Yashica, Argus, Lumix
  • Polaroid, Sigma এবং সব ধরনেরই ডিজিটাল ক্যামেরা সাপোর্ট করবে।

যেসব ফ্ল্যাস ড্রাইভ সাপোর্ট করবেঃ


  • SanDisk, Kingston, KingMax, Sony, Lexar, PNY, PQI, Toshiba, Panasonic
  • FujiFilm, Samsung, Canon, Qmemory, Transcend, Apacer, PRETEC, HITACHI
  • Olympus, SimpleTech, Viking, OCZ Flash Media, ATP, Delkin Devices, A-Data এবং সব ধরনের ফ্ল্যাস ড্রাইভ।

স্ক্রীণশর্টঃ


  • ইন্সটল করার পর সফটওয়্যারটি চালু করুন। তাহলে এই রকম আসবে…




 এখান থেকে আপনি আপনার ছবি, মুভি রিকভার করতে পারবেন। এখানে আপনার মেমোরি কার্ডের ড্রাইভ দেখিয়ে দেন এবং রিকাভার করে কোথায় সেভ করবেন, তা দেখিয়ে দিন।



 রিকভার করতে দিলে আপনার মেমোরি কার্ডটি সফটওয়্যারটি স্ক্যান করবে। এখানে কিছুক্ষণ সময় লাগবে। 1GB SanDisk SD কার্ড স্ক্যান করতে ৩ মিনিট সময় লেগেছে আমার।
   
CardRecovery সফটওয়্যারটি সব হারিয়ে যাওয়া ডাটা আপনার সামনে নিয়ে আসবে সেভ করার আগে। যেটা সেভ করতে চান, সেই সেভ করতে পারবেন এখান থেকে।



 সফটওয়্যারটি আপনার উদ্ধার করা ছবিগুলো সেভ করছে।


 তাহলে এবার ডাউনলোডের পালা হয়ে যাক, কি বলেন? আশা করি সফটওয়্যারটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে এবং ভাল লাগবে।


সফটওয়্যারটির ডাউনলোড করতে এখানে একটা গুঁতো দিন

সিরিয়াল কি এইখানে ! 

 

পোষ্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি