হার্ডডিস্ক থেকে ফাইল বা ফোল্ডার ডিলিট না হলে কি করবেন ? দেখে নিন

অনেক সময়ই হার্ডডিস্ক থেকে ফাইল বা ফোল্ডার ডিলিট না হলে আমাদের অনেক সমস্যাই পরতে হয়।
এই সমস্যা থেকে সমাধান পেতে হলে নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নেন।


সফটওয়্যার টির নাম IObit Unlocker।সাধারন সফটওয়্যার এর মত ইন্সটল করুন।
সফটওয়্যার টি যেভাবে ব্যবহার করবেনঃ

প্রথমে সফটওয়্যার টি রান করুন তারপর।Add বাটন এ ক্লিক করুন




এইখান থেকে আপনার যে ফোল্ডার টা ডিলিট যাচ্ছে না সেটা সিলেক্ট করুন।




তারপর Ok করুন।


ফাইল টি ডিলিট হয়ে যাবে ।

এইবার সফটওয়্যারটি ডাউনলোড করার পালাঃঃ

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি