কীভাবে USB Drive দিয়ে আপনার কম্পিউটার লক এবং আনলক করবেন ?? দেখে নিন কাজের পোস্ট

কেমন আছেন সবাই? আসা করি ভালো আছেন । জানি আপনারা ভালো থাকেন সবসময়, আমাদের দেশের রেডিও চ্যানেল যেভাবে বলে থাকে, "হ্যাঁ আপনারা জানেন আমি সবসময় ভালথাকার দলে" আমি সবসময় ভালো থাকি ।
ঠিক সেই রকম ভালো না থাকলেও, আল্লাহ মনে হয় ভালো রেখেছেন আমাদের, কারন, তিনি যা করেন ভালোর জন্যই করেন ।
 আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই,কিভাবে USB Drive দিয়ে কম্পুকে লক/আনলক করা যায়ঃ

১। প্রথমে Predator নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে ।
                                        Download Predator

২। সফটওয়্যারটি পিসিতে ইন্সটল করুন।

৩।  তারপর পেন ড্রাইভটি পিসিতে লাগিয়ে ফরমেট দিন ।
এবং নিচের ছবিটার অনুযায়ী সবকিছু ঠিক করে নিন । সফটওয়্যার ওপেন করে “Preferences” গিয়ে ছবির মত ঠিক করে নিন ।
 ৪। ঠিকঠাক অনুযায়ী সফটওয়্যার টি কনফিগার করুন। দেখুন নিচের দিকে একটি Flash Drive নামে Tab ছিলো আর এখনো আছে । সেখান থেকে পেন ড্রাইভের ড্রাইভ লেটার সিলেক্ট করে Create Key চাপুন। নিচের ছবিটার মতো করে। এটা হচ্ছে আপনার AK47 গুলি । বানিয়ে নিন নিজের ইচ্ছে মতো।
 

এখন দেখার পালা কীভাবে কাজ করবে এই সফটওয়্যার টা আপনার পিসিতে ।

প্রথমে পিসি থেকে পেন ড্রাইভ খুলে নিন । আহা, এ কি হইতাছে, পিসির স্ক্রিন তো কউচ্যা কালার হয়ে আসতে আসতে কালো হয়ে গেলো, তার মানে পিসি এখন লক হয়ে গেলো।পুনরায় পেন ড্রাইভটি পিসিতে লাগান, একটু অপেখ্যার পরে, ও কি, এ দেহি পাসওয়ার্ড চায় , তখন আপনার AK47 গুলিটি ব্যবহার করুন  ।সেটা দিয়ে আনলক করে দিন আপনার পিসিকে ।

যদি এইটা ব্যাবহার করি তাহলে কি করে Disable করব, তা এখন দেখে নেই ।

এটা করা খুব সহজ । আপনার টাস্কবারে নটিফিকেশনে সফটওয়্যার টা দেখা যাচ্ছে । নিচের ছবির মত । Disable করতে চাইলে PAUSE Monitoring এ ক্লিক করুন, কাম শেষ ।

আমি আপনাদের কিছু দিতে চেয়েছি । কিছু দেয়ার চেস্টা করছি । যদি কিছু শিখতে পারেন, তাহলে আমার পোস্ট করা সফল হয়েছে বুঝে নিবো । যদি ভাললাগে তাহলে আমার ব্লগে বেশি বেশি ভিসিট করুন ।

আশা করি আপনাদের আরও ভালো কিছু উপহার দিতে পারবো ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি