আপনার মোবাইলের লক বাটন নষ্ট হওয়ার হাত থেকে বাচান !!

আসসালামু আলাইকুম ! কেমন আছেন সবাই আসা করি ভাল,

আজকে আমি আপনাদের দেখাবো কিভাকে আপনার মোবাইলের লক বাটন/পাওয়ার বাটন নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে বচাবেন।

আসোলে আমরা সারা দিনে ওনেক বার মোবাইল লক,আনলক করি।

যদি সারা দিনে ১০০ বার মোবাইল লক-আনলক করেন তবে আপনার মোবাইলের লক বাটনে ২০০ বার চাপ দিতে হবে আর তাতে মোবাইলের লক বাটন নষ্ট হওয়ার ঝুকি থেকেই যায়।আর বেসিরভাগ মোবাইলের লক বাটনে সমস্যা হয়।

তাই এই কাজের App টি নিয়ে নিন আর উপভোগ করুন-
Apps টির নাম "Shake Lock"

এতে আরও অপশন রয়েছে। এটি হাতে নিয়ে হালকা ঝাঁকা দিলেই মোবাইল লক হয়ে যাবে।
অবশ্য আপনার প্রয়োজন অনুসারে সেটিংস্‌ ঠিক করে নিতে পারেন।
এটি অনেক সিম্পল একটি অ্যাপ তাই বেশি কিছু লিখলাম না। আপনি অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করলে বুঝতে পারবেন।

নিচের স্ক্রীন শটস গুলো দেখুন।









আজ এই পজ্যন্তই।সবাই ভালো থাকবেন। 
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি