আপনার নকিয়া (BB5) হ্যান্ডসেট ফ্লাশ করুন ঘরে বসেই, নিজের পিসিতে ।

প্রথমেই বলে নিচ্ছি যদি আপনার মোবাইল BB5 সিরিজের না হয় তাহলে আপনার জন্য এই টিউন নয়।

 

শুরুতেই বলে দিই কি কি লাগবেঃ

১. নকিয়া সুইট (আপনার মোবাইলের ড্রাইভার হিসেবে কাজ করবে)***
২. BB5 Easy service tool ( ___ বাই নাঈম)***
৩. আপনার মোবাইলের ফ্লাশ ফাইল।***
৪. আপনার মোবাইলটি (অবশ্যই)
৫. ইউএসবি ডাটা কেবল।

এবার সফটওয়্যার দুটির ডাউনলোড লিংকঃ
     Nokia Suite
     BB5 Easy Service Tool

উপরের লিংক থেকে আগে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিন।

আর আপনার মোবাইলের ফ্লাশ ফাইলগুলো কষ্ট করে এইখান থেকে খুঁজে ডাউনলোড করে নিন। ফ্লাশ ফাইল খুঁজতে সেটের মডেল নাম্বার না ব্যবহার করে RM নম্বর ব্যবহার করুন। RM না জানলে *#0000# এটা মোবাইলে প্রবেশ করিয়ে দেখে নিন।

এবার ফ্লাশ ফাইল সম্পর্কে একটু ব্রিফিং দিয়ে নিইঃ

ফ্লাশ ফাইল হয় সাধারণত ৩টি। যথাঃ MCU, CNT, PPM
mcu ফাইলের কমন এক্সটেনশন - (.mcusw)[এটা আসল সিস্টেম ইমেজ ফাইল]
cnt ফাইলের কমন এক্সটেনশন - (.image_ora_pl)[এটা ইউজার ডাটা ফাইল]
ppm ফাইলের কমন এক্সটেনশন - (.ppm_ms)[এই ফাইলের আন্ডারস্কোরের পরে _ms না থাকলে বুঝবেন এটাতে বাংলা নাই, আর হ্যাঁ এটা কিন্তু ল্যাংগুয়েজ ফাইল]

এবার কার্যপদ্ধতিঃ

. প্রথমে সফটওয়্যার দুটি ইন্সটল করুন।
. নকিয়া সুইটে আপনার সেট ইন্সটল করে নিন।
. এবার BB5 Easy Service Tool সফটওয়্যারটি অপেন করুন। এবং পাঁচ নং ট্যাব, Flashing ট্যাবে চলে যান। ঠিক এইরকম দেখাবে-



. এখানে এই মুহুর্তে আমার BB5 Series মোবাইল না থাকায় প্রত্যেকটা ধাপ দেখাতে পারলাম না বলে দুঃখিত। তবে আগে আমি এটা দিয়ে ফ্লাশ করেছিলাম আমার নকিয়া x2-00 সেট, তাই ১০০% নিশ্চিত এটা কাজ করবে।
. এই ইন্টারফেসটি আপনার সেটটিকে ডিটেক্ট করতে পারলে ব্লাক উইন্ডোটিতে মোবাইলের মডেল সহকারে অন্যান্য তথ্য দেখাবে। আর প্রথমে না দেখালে মোবাইলটি খুলে আবার সংযোগ করুন।
. এবার নিচের ছবির মতো চেকবক্স গুলো দিয়ে নিন। use INI এর চেকবক্স তুলে দিন এবং manual এর চেকবক্স বসিয়ে দিন।



. এবার ধাপে ধাপে ফাইল তিনটি সিলেক্ট করে দিন। আর হ্যাঁ select model বক্সে আপনার সেটের RM মডেল সিলেক্ট করে দিন।
. ফাইলগুলো দেখিয়ে দিতে প্রথমে নামের একেবারে বামদিকের চেকবক্সে টিক দিয়ে নামের মধ্যে ক্লিক করে ফাইল গুলো দেখিয়ে দিন। 1,2,3 দেখে বিভ্রান্ত হবেন না, অনেক মোবাইলে ২টি অথবা ৩টি সিএনটি ফাইল থাকে, যেগুলোর একটি সেগুলোর জন্য 1 ক্লিক করে সিলেক্ট করে দিন।
. এবার সব কিছু আবার ঠিক আছে কি না চেক করে, ফ্লাশ বাটন ক্লিক করুন।
১০. সবকিছু ঠিক থাকলে ১মিনিটের মধ্যেই আপনার সেট ফ্লাশ হয়ে যাবে।

[আর হ্যাঁ এটা দিয়ে আরো অনেক কিছু হয়, যারা এডভান্স ইউজার, তারা এমনিই বুঝতে পারবেন।]

ও হ্যাঁ আরও একটা কথা বলে দিচ্ছি, যা করবেন নিজ দায়িত্বে করবেন। তবে সমস্যা না হওয়ারই কথা, কারন এটি ডেড ফ্লাশ সাপোর্ট করে। তাই যদি একবার ভুলে সেট ডেড ও করে ফেলেন কোন সমস্যা নাই..

তো আর কি আজকের মতো বিদায় ।


 

 

Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি