সবচেয়ে সহজ পদ্ধতিতে সফটওয়্যার ছাড়া ইউটিউব এর ভিডিও ডাউনলোড করুন

১। প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন ইউটিউব থেকে সেই ভিডিওটি প্লে করুন ইউটিউব থেকে।
আপনাদের বুঝার জন্য ছবি দেওয়া হল।
১। স্ক্রীন সর্ট এ দেখুন

২. ভিডিওটি চালু হলে আপনি ইচ্ছা করলে পোষ করতে পারেন এখন এই ভিডিওটি । তারপর www. এর  পর  এবং Youtube.com এর  আগে link টাইপ করুন,  তারপর এন্টার চাপন ।
২। স্ক্রীন সর্ট এ দেখুন
৩। এন্টার চাপার পর আরেকটি নিউ ট্যাব ওপেন হবে  নিচের চিত্রের মত । নিচের ছবিতে দেখুন  Download Video অপশন আসছে।  Download Video তে ক্লিক করুন।
৩। স্ক্রীন সর্ট এ দেখুন

৪।  Download Video অপশন  ক্লিক করার পর নিচের  ভিডিও অডিও ফর্মেটে কয়েকটি লিঙ্ক  আসবে। সেখান থেকে আপনি কোন ফর্মেটে ভিডিও ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন ।
৪।  স্ক্রীন সর্ট এ দেখুন


৫।  যে ফর্মটে ভিডিও ডাউনলোড করবেন তাতে ক্লিক করার পর আরেকটি  ডাউনলোড পপআপ  ম্যাসেজ আসবে।  বাকিটা মনে হয় আমার বলা লাগবে না নিজে নিজে বাকি কাজটা করে নিন ।
৫।   স্ক্রীন সর্ট এ দেখুন


টিউনটি ভাল লাগলে মন্তব্য করে জানাবেন এরকম আরও টিউন পেতে।

                                                    আজ এই পর্যন্ত , আল্লাহ হাফেজ।
Share this article :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি