ডাউনলোড করে নিন Windows 10 Pro সাথে 100% কার্যকরি Activator

আজকে আপনাদের জন্য আছে Windows 10 Pro ISO Build 10056 একদম লেটেস্ট Version। এই Version এ অনেক বাগ এবং সমস্যা Update করা হয়েছে। যাদের দরকার তারা ডাউনলোড করে নিন।




Windows 10 Pro  এর Feature গুলো দেখে নেওয়া যাকঃ
  • Newly redesigned Notepad included
  • Drag and drop feature added for shifting apps between virtual desktops
  • Spartan has been made the default browser
  • Persian calendar included
  • Enhanced weather application
  • Can resize the start menu






Windows 10 Pro ইন্সটল করতে কিরকম System Requirements দরকার দেখে নিনঃ
  • Memory (RAM): 1GB of RAM required
  • Hard Disk Space: 16 GB of free space required
  • Processor: 1GHz Processor or later
System Requirement যদি ঠিক থাকে তাহলে ডাউনলোড করে ইন্সটল করে নিনঃ




Windows Activate করতে তেমন কোন জটিলতা নাই। Windows Setup দেওয়ার পর Activator টি Open করবেন এবং  "Activate Windows" Button ক্লিক করলেই Windows Activate হয়ে যাবে।



আশা করি কারো কোন সমস্যা হবে না।
আর হ্যা ISO Download লিঙ্ক গুলা Resume Supported। তাই ডাউনলোড করতেও কোন সমস্যা হবে না।

ধন্যবাদ সবাইকে।
3 মন্তব্য(গুলি)

Facebook,Whatsapp,Viberr,Line চালান কম্পিউটার এবং মোবাইলে আগের মতই !

অনেকে অনেক টেনশেন এ আছেন, কারন আজকে দুপুর থেকে (বিটিআরসি) এর নির্দেশে বন্দ হয়ে গেল Facebook, Whatsapp, Viberr।পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সকল সাইটে এক্সেস করা যাবে না।
 
how to unblock social media sites


তাই অনেকেই হয়ত এক্সেস করতে পারছেন না এই সব সাইট গুলায়।
আচ্ছা আপ্নারাই বলেন তাই কি হয়? সমস্যা নাই, এর ও সমাধান আছে। আসুন দেখে নেই কিভাবে কম্পিউটারে Facebook এবং মোবাইলে Whatsapp, Viberr, Line চালানো যাবে।
যারা পিসি ইউসার তারা এই পদ্ধতি অবলম্বন করুনঃ





এবার এই Extension টি ON করে দিন নিচের মত করে
Mozilla Firefox

Google Chrome
এটি একটি Proxy Extension। এটির মাধ্যমে যে কোন ব্লক সাইটে এক্সেস করা যাবে। এবার তাহলে পিসি তে Facebook চালান আগের মত।


এবার দেখে নিন কিভাবে মোবাইলে ব্যবহার করবেন Facebook, Viberr, Whatsapp:

অথবা
এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে Play Store এর যে কোন Apps Direct Download করা যায়।

Download হয়ে গেলে Install করে নিন এবং Apps টি Open করে ON করে দিন।
এবার দেখুন আগের মতই Facebook, Whatsapp, Viberr, Line চলছে।

আশা করি এখন থেকে Facebook, Whatsapp, Viberr,Line চালাতে কারও কোন সমস্যা হবে না।
ধন্যবাদ সবাইকে।
0 মন্তব্য(গুলি)

নিয়ে নিন Microsoft Office 2016 PRO With Activator


কেমন আছেন সবাই। ? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি।

টাইটেল দেখেই বুজে গেছেন হয়ত আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি।

সবাই জানেন হয়ত Microsoft Office তাদের নতুন Office Version Release করেছে। তেমন কোন কিছু Change করা না হলেও  আগের Version এর থেকে অনেক ফাস্ট হবে Microsoft Office 2016 এবং অনেক Smoothly কাজ করা যাবে। এটি নিয়ে তেমন কিছু বলার নাই। শুধু ডাউলোড করবেন আর ইন্সটল করে Activate করবেন কিভাবে তাই দেখাবো।

microsoft office 2016 pro


যারা নতুন Version টি খুজছেন তারা হয়ত ডাউনলোড করে ফেলেছেন এতদিনে।
তবে অনেকেই হয়ত Active করতে পারেনি। তাই আজকে আমি আপনাদের দিবো কার্যকারি Activator সাথে ISO File এবং Torrent File.


microsoft office 2016 pro 


microsoft office 2016 pro

আর কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন।

 
 
Download করা হলে এবার দেখে নিন কিভাবে Activate করবেনঃ
  • প্রথমে আগের কোন Version Install করা থাকলে Uninstall করে দিন।
  • এরপর Microsoft Office 2016 PRO Install করুন
  • ইন্সটল করা হলে Office Open করবেন না।
  • Activator Open করুন  এবং  "Active Office" বাটনে ক্লিক করুন।
  • কাজ শেষ, এইবার ব্যবহার করুন Microsoft Office 2016 PRO ফুল Version

ডাউনলোড এবং এক্টিভেট করতে যদি কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।আশা করি কারও কোন সমস্যা হবে না।

ধন্যবাদ সবাইকে টিউনটি দেখার জন্য ।
1 মন্তব্য(গুলি)

নিয়ে নিন Animation, Doodle Sketch, Motion Video তৈরি করার সেরা সফটওয়্যার Explaindio Video Creator

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম সেইরকম একটি Software।
যার মাধ্যমে Animation Video, Doodle Sketch Video, Motion Video তৈরি করা যায় খুব সহজে।
Software টির নাম Explaindio Video Creator

explaindio video creator
যারা Video Marketing করেন তাদের জন্য এটি সেরা Software। এর মাধ্যমে খুব সহজে যে কোন ধরনের Video তৈরি করা যায়। আমি টিউন এ তেমন কিছু লিখবো না কারন কিভাবে এই Software ব্যবহার করতে হয় এবং কিভাবে Professional মানের ভিডিও তৈরি করতে হয় সব কিছুর Video Tutorial দিয়ে দিবো এবং হ্যা ভিডিও গুলো Udemy এর ভিডিও। বলার থেকে ভিডিও দেখে সহজে বুঝা যায়।

আচ্ছা এই Explaindio Video Creator কিন্তু ফ্রি না। দামটা অনেক বেশি।
এখান থেকে দেখে নিতে পারেন Explaindio Video Creator এর সকল তথ্য এবং দাম।
তবে আজকে আমি আপনাদের এটি ফ্রি তেই দিবো।

explaindio video creator dashbord 

প্রথমে Explaindio Video Creator ডাউনলোড করে নিন এখান থেকে
 
এবার Crack ফাইল ডাউনলোড করে নিন এখান থেকে
 
কিভাবে Install করবেন ? দেখে নিনঃ
  1.  প্রথমে যদি Internet Connection ON থাকে তাহলে OFF করে নিন
  2.  Explaindio Video Creator ইন্সটল করুন
  3. এবার Crack ফাইলের সব ফাইল এই Directory তে Paste করুন C:\Program Files (x86)\Explaindio Video Creator 2
  4. কাজ শেষ এবার Open করুন Explaindio Video Creator এবং ব্যবহার করুন লাইফটাইম।
সবকিছুই তো করলেন এবার তাহলে নিয়ে নিন কিভাবে Explaindio Video Creator দিয়ে Professional মানের ভিডিও তৈরি করবেন তার টিউটোরিয়াল।
ডাউনলোড করে নিন এখান থেকে

আশা করি ডাউনলোড এবং ইন্সটল করতে কোন সমস্যা হবে না
ধন্যবাদ সবাইকে।
2 মন্তব্য(গুলি)

আজ থেকে Fiverr এ আর্ন করুন খুব সহজেই

কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন।
আগামি কয়েক মিনিট ভালোভাবে টিউন টি পড়ুন এবং বুঝার চেষ্টা করুন, এবং আমার দিক নির্দেশনা মত কাজ করে দেখুন।আজকে আমি দেখাবো কিভাবে কাজ না জেনেও আপনি কাজ করতে পারবেন। এটি একটি সিম্পল ট্রিক্স Fiverr-এর জন্য।



Fiverr-এ Article Writing নামে একটি সেকশন আছে যেখানে Article Writing -এর সকল কাজ থাকে এবং Fiverr-এ Article এর অনেক চাহিদা এবং বর্তমানে ও Article -এর অনেক ডিমান্ড।
আপনি চাইলে আজ থেকে Article Writing Service Sell করে Fiverr থেকে টাকা ইনকাম করতে পারবেন।

এখন প্রশ্ন উটতেই পারে সবাই তো আর Article Write করতে পারে না। হম, আজকে থেকে পারবেন তবে একটু টেকনিকেলি।

আমি একেবারে প্রথম থেকে কিভাবে কি করবেন তা বলছিঃ

প্রথমে  Fiverr এ একটা গিগ তৈরি করুন Article Writing -এর উপর। গিগ টা ইউনিক ভাবে করবেন, তাহলে কাজ তাড়াতাড়ি পাবেন।  তবে idea নেওয়ার জন্য অন্যান্য Seller এর গিগ গুলো দেখতে পারেন।গিগ তৈরি করার পর আপনার গিগ টিকে SEO করুন যাতে আপনার গিগ টি Fiverr এর Search রেজাল্টে আগে Show করে। এবার Order এর জন্য অপেক্ষা করুন।

এবার আপনি Article Writing এর এই MarketplaceSign Up করুন বায়ার হিসেবে।


Click Here To Join

এখান থেকে আপনি Article Write করিয়ে নিতে পারবেন আপনার মত করে। এখানের Article খুব Cheap।

৩০০ Word এর Article লিখাতে পারবেন সর্বনিম্ন $1.50 এবং Fiverr এ ওই Article Sell করতে পারবেন $5
৫০০ Word এর Article লিখাতে পারবেন সর্বনিম্ন $2.95 এবং Fiverr এ ওই Article Sell করতে পারবেন $5
৭০০ Word এর Article লিখাতে পারবেন সর্বনিম্ন $4.20 এবং Fiverr এ ওই Article Sell করতে পারবেন $10
১০০০ Word এর Article লিখাতে পারবেন সর্বনিম্ন $5.70 এবং Fiverr এ ওই Article Sell করতে পারবেন $10

তবে এই Marketplace থেকে Article লিখাতে হলে অবশ্যই আপনাকে ডলার লোড করতে হবে Writer কে Pay করার জন্য। আপনি PayPal, MasterCard, Bitcoin এর মাধ্যমে Doller Deposit করতে পারবেন। এবং আপনি যত Doller Deposit করবেন তার ২৫% Credit Free পাবেন।

Doller Deposit করার পর আপনার Fiverr এর বায়ার আপনাকে যেই Topic এবং Instruction দিয়েছে Article Write করার জন্য ওই সব আপনি  এইখানে দিবেন এবং Order করবেন।




Order করার পর আপনাকে অনেক Writer Article লিখে পাঠাবে। আপনার যেটি ভালো লাগবে আপনি সেই Article Choose করতে পারবেন। যতক্ষন আপ্নার Article আপনার পছন্দ হবে না ততক্ষণ আপনার কোন টাকা কাটবে না।
এরপর যখন আপনি Article পেয়ে যাবেন তখন সেই Article আপনি Fiverr -এ আপনার বায়ার কে Submit করবেন এবং Order Complete করবেন।

এবার দেখুন আপনার কেমন Profit থাকবে একটা Order থেকে।

Article ছাড়াও আপনি আর ও অনেক কাজ করিয়ে নিতে পারবেন এখান থেকে যা আপনি Fiverr এ Sell করতে পারবেন। একটু ঘাটাঘাটি করুন সব বুজতে পারবেন।

আজকে তাহলে এখানেই শেষ করছি টিউন। সবাই ভালো থাকবেন।

পরবর্তি টিউন এ দেখাব কিভাবে Fiverr এর Service Resell করে People Per Hour থেকে Double Income করা যায়
4 মন্তব্য(গুলি)

নিয়ে নিন যে কোন HD Movie Download করার জন্য Movie Downloader

সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন।

আজকের পোস্ট টি মুলত Movie Download করার বিষয় কে নিয়ে।
বর্তমানে সবাই কম বেশি Movie দেখতে পছন্দ করে। আবার সেই সব Movie যদি হয় HD তাহলে তো কথায় নেই। এছাড়া যারা মুভিখোড় তারা সবসময় HD/HQ প্রিন্টের মুভি খুজে।

কিন্তু সমস্যা হচ্ছে এই HD/HQ প্রিন্টের Movie খুব সহজে আপনি Online -এ পাবেন না। অনেক খোজাখুজির পর পাওয়া গেলেও দেখা যায় Movier Size অনেক বিশাল অথবা Download Link - সমস্যা অথবা Download Resume সাপোর্ট করেনা। তাছাড়া নতুন কোন Movie হলে তো কথাই নাই।

এতে ফলাফল একটাই, প্রিয় Movie টি আর দেখা হয় না।
তাই আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ভালো সেইরাম একটি Movie Downloader।

graboid free movie downloader


এটি একটি Movie Download -এর Software। Develop করেছে Graboid কোম্পানি।
এই Software টির মাধ্যমে HD প্রিন্টের Old/New যে কোন Movie Download করতে পারবেন।


আচ্ছা আর কথা না বাড়িয়ে DOWNLOAD করে নিন এই Software টিঃ

Windows User Download Here


Mac User Download Here





এবার এটি Install করে নিন। 
কিভাবে Install করবেন ? কিভাবে যে কোন Movie Download করবেন ?

তারপরও কারও কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
তো আর কি, আজ থেকে মজায় মজায় প্রিয় মুভি টি ডাউনলোড করতে থাকেন ।
0 মন্তব্য(গুলি)

সময় থাকতে বুজে নিন আপনার Payoneer MasterCard-টি সাথে $25 ফ্রি

আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই পেতে পারেন Payoneer MasterCard।


যারা Online-এ আয় করেন বা ফ্রিল্যান্সিং করেন তারা সকলেই জানে Payment পাওয়ার জন্য কত কষ্ট করতে হয় বাংলাদেশের ফ্রিল্যান্সার দের। তবে যাদের আছে Payoneer-এর একাউন্ট এবং MasterCard, তাদের Online থেকে Payment রিসিভ করতে কোন ঝামেলায় পড়তে হয় না। কেননা এই MasterCard বেশির ভাগ Marketplace-ই পেমেন্ট গেটওয়ে হিসেবে সাপোর্ট করে পাশাপাশি এই Card দিয়ে আপনি বিশ্বের যে কোন ATM BOOTH থেকে টাকা তুলতে পারবেন।

তবে বাংলাদেশ থেকে যে পরিমাণে Spam Account খোলা হচ্ছে (শুধু পকেটে রাখার জন্য) তাতে দেখা যাবে Paypal-এর মত Payoneer ও বাংলাদেশ কে না বলে দিয়েছে। মানে বাংলাদেশ থেকে আর একাউন্ট খোলা যাবে না। 

তাই সময় থাকতে আপনি ও বুজে নিন আপনার সোনার হরিণ টি মানে MasterCard টি।
আর হ্যা এটি সম্পুর্ন ফ্রি।

তাহলে আসুন প্রথমে দেখে নেওয়া যাক Payoneer-এ একাউন্ট কিভাবে খুলতে হয়।

Payoneer-এর ১টি বড় সুবিধা হল আপনি যদি কারো রেফার এ একাউন্ট খুলেন তাহলে আপনি যখন $100 লোড দিবেন তখন আপনি $২৫ ফ্রি পাবেন। এবং যার রেফার থেকে খুলছেন সে পাবে $২৫। সুতরাং উভয়েরই লাভ। আরেকটি সুবিধা হল কারো রেফার থেকে একাউণ্ট করলে Card টি হাতে পাওয়ার সম্ভাবনা বেশি এবং খুব তাড়াতাড়ি। আর আপনি যদি এই লিঙ্ক থেকে একাউন্ট করেন তাহলে আপনি ১০ থেকে ১৫ দিনের মধ্য কার্ড হাতে পেয়ে যাবেন।

এই লিঙ্কে ক্লিক করুন তাহলে নিচের মত Sign Up ফর্ম টি আসবে। 

payoneer sign up

এখানে First Name, Last Name, Date of Birth-এ আপনার National ID Card/Driving License/Passport-এর Info দিবেন। আপনার যদি এই সব ডকুমেন্ট না থাকে তাহলে আপনার বাবা/ভাই/চাচা দের ডকুমেন্ট গুলা ব্যাবহার করতে পারেন। ১টি Fress Email Address দিবেন যেখানে আপনাকে কিছু Mail পাঠানো হবে।

না বুঝলে নিচের ছবি টি দেখুন

sign up form


Personal Details  Fill-up হলে Next বাটনে ক্লিক করে  Contact Details-এ আসুন এবং যেভাবে দেখান হয়েছে সেভাবে Fill Up করুন


এখানে ১টা কথা বলে রাখি।বেশির ভাগই Street Address নিয়ে ঝামেলায় পড়ে। তবে আমি যে Format-এ Address টি Fill করেছি আপ্নারাও ঠিক সেভাবে Fill করবেন। মানে house nmbr,road nmbr, building nmbr ইত্যাদি।আর, আপনি যে Post Office-এর Postal Code টি দিবেন সেই Post Office -এ আপনার কার্ড টি পাঠানো হবে। 

এবার Next বাটনে ক্লিক করে Security Details-এ আসুন


এরপর Next বাটনে ক্লিক করে Last Step টি Fill Up করুন



আপনার যে ডকুমেন্ট টি আছে সেটি Select করুন এবং ডকুমেন্টর Info দিন।
এখানে ১টি Option আছে যার মাধ্যমে আপনি অন্য কোন Address দিয়ে সেখান থেকে Card টি রিসিভ করতে পারবেন। যদি আপনার এটি দরকার হয় তাহলে Fill Up করুন এবং I agree করে Order -এ ক্লিক করুন।

এবার আপনি আপনার যে Email Address টি দিয়েছিলেন সেটি চেক করুন, দেখবেন নিচের মত ১টি Mail এসেছে। 




আপনি এখন ২য় স্টেপে আছেন। এই স্টেপে আপনার Application টি Verify করা হবে।



পরবর্তি mail-এ আপনার NID/PASSPORT/DRIVER'S LICENSE-এর Scan কপি Upload করতে হবে। যদি সবকিছু ঠীক থাকে তাহলে আপনার একাউন্ট টি Approve হয়ে যাবে।

এখন আপনার একাউন্ট টি সম্পুর্ন তৈরি। আপনাকে আরও ১টা mail পাঠানো হবে যার মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কখন আপনি MasterCard টি পাবেন।

Card টি আসতে ১মাস সময় নেয়। তবে আপনি যদি আমার রেফারে Account খুলেন তাহলে ৮-১০ দিনের মধ্যই আপনি কার্ড পেয়ে যাবেন।আর হ্যা,Address সঠিক হলেও বেশির ভাগ সময় ই Card সরাসরি বাসায় আসে না। তাই ভালো হয় আপনি যদি ডাকপিয়নের সাথে যোগাযোগ রাখেন। তাকে বলবেন UK থেকে আপনার ১টি Document আসবে, তাহলেই হবে।

অনেক বড় হয়ে গেল পোস্ট টা। তারপরও যদি কেও কিছু না বুজেন তাহলে কমেন্টে জানাবেন।
**পরবর্তি পোস্টে দেখাবো কিভাবে MasterCard টিকে Active করতে হয়।**
2 মন্তব্য(গুলি)
 
Copyright © 2015. টেকিব্লগ - All Rights Reserved
Template Created by রিয়াদ ফারভি